প্রেস বিজ্ঞপ্তি: “হকদি আদর্শ উচ্চ বিদ্যালয়” ফেনী জেলার অন্তর্গত সদর উপজেলার ৭নং বালিগাঁও ইউনিয়নের ছোট ফেনী নদী বেষ্টিত হকদি, চরহুজুরী ও তার পাশ্ববর্তী গ্রামগুলোর মধ্যমনি হয়ে হকদি গ্রামে অবস্থিত তিন দশকের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর অনেক স্বপ্ন ও প্রত্যাশা জড়িত। ইতোমধ্যে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে ও বিদেশে বিভিন্ন খ্যাতনামা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। অনেকে আবার সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিদ্যালয় ভবিষ্যতেও এলাকার শিক্ষার্থীদের আলোকিত ও সুসজ্জিত জীবনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত ০৯ জুন রোজ সোম বার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে একটি পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মন্ডলী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সকলের উৎসাহ, উদ্দীপনা ও স্মৃতিচারনের মাধ্যমে দিনটি উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের,আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র এডভোকেট ওয়াজি উল্লাহ, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ পরিচালক এ কে এম সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী কামরুল আহসান, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিম, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম। এছাড়াও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মু. কাজী তরিকুল আহসান ও অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহবায়ক অত্র বিদ্যালয়ের JSC ব্যাচ ১৯৯৯ এর ছাত্র ইন্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন ও শুভেচ্ছা বক্তৃতা করেন আয়োজক কমিটির সদস্য সচিব অত্র বিদ্যালয়ের JSC ব্যাচ ২০০০ এর ছাত্র ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের JSC ব্যাচ ১৯৯৭ এর ছাত্র পেয়ার উদ্দিন সোহাগ।
অনুষ্ঠানে “সময়ের সেতু” নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়। উক্ত অনুষ্ঠানে তিন পর্বে অতিথিদের বক্তব্য, শিক্ষার্থীদের স্মৃতিচারন ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দিনব্যাপী আয়োজন সমাপ্তি হয়।