আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় শ্রমিক দিবস উপলক্ষে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালি অনু‌ষ্ঠিত

দাগনভুঞা প্রতিনিধি: পহেলা মে আন্তর্জা‌তিক শ্রমিক দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

দাগনভুঞা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়‌ন এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান মামুনের প‌রিচালনায় অনু‌ষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় সভাপ‌তিত্ব করেন উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপ‌তি সাবেক পৌর কমিশনার কামাল হোসেন। র‌্যা‌লি‌টি উপজেলার জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শ্রমিক সমাবেশের মাধ‌্যমে‌ শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ শ্রমিকদের ন‌্যায‌্য অ‌ধিকার আদায়, কথায় কথায় শ্রমিক চাঁটাই বন্ধ, শ্রমিক বান্ধব মুজু‌রি ক‌মিশন গঠন সহ বি‌ভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী পে‌শ করেন।

বাংলা‌দেশ শ্রমিক কল‌্যাণ ফেডারেশনের ফেনী জেলা সভাপ‌তি ফারুক আহমদ আজাদ, ‌জেলা সহ সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপ‌তি ম‌নির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল‌্যাণ ফেডারেশন দাগনভূঞা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উক্ত র‌্যালিতে স্বতস্ফুর্ত অংশগ্রহ‌নের মাধ‌্যমে একাত্মতা প্রকাশ করেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ