আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে নদীতে জাল বসিয়ে মাছের চলাচল বন্ধ করার দায়ে চারজনকে জেল জরিমানা

সদর প্রতিনধি: ফেনীর চর কালিদাস-পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যামান আদালত। সোমবার(১২মে) ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীতে উক্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজীব তালুকদার।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়।এ সময়
আবুল হোসেন,আবদুল জব্বার, আল আমিন, সবুজ মিয়াকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চারজনের প্রত্যেককে দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১০০০ টাকা ও বাকী তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে জালটি অবৈধ হওয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে সদর উপজেলা মৎস কর্মকর্তা উজ্জ্বল বণিক, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট সজিব তালুকদার জানান, এভাবে নদীতে আড়াআড়িভাবে জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার আইনগত সুযোগ নাই। এ কারনে অভিযুক্তদের আইনামলে সাজা দেয়া হয়েছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ