প্রেস বিজ্ঞপ্তি: ফেনীতে সাংবাদিক ইউনিয়ন ফেনীর মতবিনিময় সভা ৪রা জুলাই মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম, আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও প্রচার সম্পাদক মাহমুদ হাছান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, দৈনিক দূর্বারের সহ-সম্পাদক শাহ আলম, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন,এন জীবন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি ওমর ফারুক,সাংবাদিক কল্যান সমিতির সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্য এম,এ তাহের পন্ডিত, কামরুল হাসান লিটন,এম, এ হাসান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ পাটোয়ারী,কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন, সদস্য কাজী সালাহ উদ্দিন নোমান,সাইফুল ইসলাম মজুমদার,ইমাম হোসেন খাঁন,ফারুক সবুজ, শহিদুল ইসলাম, আব্দুল মুনাফ পিন্টু, মোহাম্মদ ফয়সাল, এম,কাওছার প্রমুখ।
বক্তারা সাম্প্রতিক সময়ে ফেনীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।