রামগড় প্রতিনিধি: আজ বিশ্ব মে দিবস। সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে ও জাতীয় শ্রমিক লীগ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১লা মে) সকালে রামগড় বাজারের প্রধান সড়কে র্যালি বের করেন শ্রমিক লীগ।
পরে সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান প্রধান অতিথি ছিলেন, রামগড় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
প্রোগ্রাম সঞ্চালনা করেন পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ হানিফ পাটোয়ারী।
এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ রামগড় শাখা ও অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হৃদয় রহমান রনি, ইজি বাইক (টমটম) চালক সমিতির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রাজু মারমা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুর ইসলামসহ শ্রমজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।