মোঃ ছালাহ্ উদ্দিন,সোনাগাজী: সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল বারেক আরুমিয়া মেম্বারের দাফন ২৮ এপ্রিল শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
আহমদপুর নূরনবী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।জানাজা পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রহিম উল্যাহ, বায়রার সভাপতি আবুল বাশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ.লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র এড. রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, আমিরাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মফিজুর রহমান, আরুমিয়ার ছেলে মো. সুমন প্রমূখ।
মরহুমের জানাজায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে আরুমিয়া মেম্বার দুই পুত্র, এক কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।