প্রেস বিজ্ঞপ্তি: এই উপমহাদেশের বিখ্যাত সংগীত সাধক ভূপেন হাজারিকার কালজয়ী গান “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” গানটির মতো তিন ফুটের শারীরিক প্রতিবন্ধি টনিকে স্টার লাইন গ্রুপে চাকুরী দিয়ে অনন্য নজির সৃষ্টি করলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
৬ নভেম্বর সোমবার সকালে ফেনী সদর উপজেলার মৌটবী ইউনিয়নের সাহাপুর গ্রামের মীর হোসেন মিরু ইঞ্জিনিয়ার বাড়ির স্বপরিবারে শারীরিক প্রতিবন্ধি তাজুল ইসলাম টনির বড় সন্তান( শারীরিক প্রতিবন্ধি) রমজানুল হক (মাস্টার্স পাশ), কে চাকুরী প্রদান করা হয়। টনি মিয়ার ছোট সন্তান শারীরিক প্রতিবন্ধি শরিফুল ইসলামকে (প্যারামেডিকেলে অধ্যয়নরত) আর্থিক সহযোগীতা করা হয়।
প্রসঙ্গত- শারীরিক প্রতিবন্ধি তাজুল ইসলাম টনি’র এক মেয়ে তাসলিমা আক্তার (অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত) সেও শারীরিক প্রতিবন্ধি। মানবতার কল্যাণে স্টার লাইন গ্রুপ বরাবরই এগিয়ে এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আবারে নজির স্থাপন করলো।