আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জেরিয়াট্রিক কেয়ার ইন বাংলাদেশ :এন ওভারভিউ ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: “নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে জেরিয়াট্রিক কেয়ার সাপোর্ট বাংলাদেশ (জিসিএসবি) কুমিল্লা ক্লাবে “জেরিয়াট্রিক কেয়ার ইন বাংলাদেশ :এন ওভারভিউ ” শীর্ষক সেমিনারের আয়োজন করে।

জিসিএসবির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সর্বনন্দিত শিক্ষানুরাগী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আমির আলী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো: মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকী।

গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর প্রাক্তন গভর্নর দিল নাশিন মহসিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিসিএসবির উপদেষ্টা, জনস্বাস্হ্য বিশেষজ্ঞ ও কনসালটেন্ট স্পোর্টস মেডিসিন প্রফেসর ডা: অনুপম হোসাইন।

এতে আরো প্রবন্ধ উপস্থাপন করেন জিসিএসবির সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী, কুমিল্লা মেডিকেল কলেজের নাক, কান, গলা রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো: আরিফ মোর্শেদ খান এবং ডিজিএইচএস এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: মন্জুর আল মোর্শেদ চৌধুরী।

কুমিল্লায় সেমিনার আয়োজন কমিটির আহবায়ক মীর গোলাম ফারুক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এতে আরো বক্তব্য প্রদান করেন জিসিএসবির যুগ্ম সম্পাদক চপলা এ পারভীন।

বক্তারা বলেন প্রাতিষ্ঠানিক বৃদ্ধাশ্রম আমাদের বিবেচনার বিষয় নয়, প্রাতিষ্ঠানিক বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে, অবহেলিত, অসহায় এবং অজ্ঞাত সিনিয়র সিটিজেনদের জন্য ওল্ড হোম আছে এবং থাকবে। আমরা আতঙ্কিত আমাদের প্রত্যকের নিজেদের পরিবারে নিজেদের তৈরী বৃদ্ধাশ্রম গুলো নিয়ে। আমাদের সিনিয়রদেরকে ডিসিশন মেকিং এ নিয়ে আসতে হবে। তাহলে উনারা নিজেকে পরিবারের সক্রিয় সদস্য হিসাবে গন্য করবেন এবং আত্নার শান্তি নিয়ে হাসি খুশি ভাবে পরিবারের সবার সাথে বেঁচে থাকবেন। তার জন্য বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের ব্যবস্হা করতে হবে।

জিসিএসবি গতমাসের ২০ তারিখে বারডেমের অডিটোরিয়াম এ ধরনের একটি সেমিনার আয়োজন করেছিল। এই মাসে আজ কুমিল্লাতে হচ্ছে। আগামী মাস জুলাইতে চট্রগ্রাম, আগষ্টে খুলনায়, সেপ্টেম্বরে ফেনীতে, অক্টোবরে ফরিদপুর, নভেম্বরে জামালপুর এবং ডিসেম্বরে নারায়ণগঞ্জ করা হবে।

পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের সব জেলাতে জিসিএসবি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার গুলোর আয়োজন করবে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ