আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনী জেলা প্রশাসককে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের বিদায়ী সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি :আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র উদ্যোগে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান কে বিদায়ী সম্মাননা জানানো হয়েছে। ২০ জুলাই বৃহস্পতিবার রাতে ফেনী জেলা শিল্প একাডেমী মিলনায়তনে সদ্য বিদায়ী জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক ফেনী কেন্দ্রীক গ্রন্থিত দুই বই তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সভাপতি কবি মঞ্জুর তাজিম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেড সাইফ উদ্দিন মজুমদার শাহীন, সহ-সভাপতি অ্যাডভোকেড শৈবাল দত্ত, সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, প্রশিক্ষণ সম্পাদক তাহমিনা তোফা সীমা, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ফরায়জী, সদস্য মো. আমিনুল ইসলাম শাহীন, বিজয় নাথ, অভিভাবক সদস্য জাফর আহম্মদ ভূইয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এর গর্ভধারণী মা নিলুফা কামাল, জেলা প্রশাসকের সহধর্মিনী নাজিয়া পারভীন ও তার সন্তনদ্বয়ও উপস্থিত ছিলেন।

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম বলেন, বিদায়ী জেলা প্রশাসককে সংগঠনের পক্ষে সম্মাননা স্মারক হিসেবে দুটি মহামুল্যবান বই তুলে দেয়া হয়েছে। দৈনিক ফেনী’র সম্পাদক ও প্রকাশক, গবেষক আরিফুল আমিন রিজভী সম্পাদিত ‘ফেনীতে বঙ্গবন্ধু ও সমসাময়িক রাজনীতি’ এবং ‘খেতারপ্রাপ্ত ফেনীর ৩১ বীরমুক্তিযোদ্ধা’ বই দুটি তুলে দেয়া হয়। বই দুটিতে ফেনীর মুক্তিযুদ্ধ ও রাজনীতি সংশ্লিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, “ফেনী সাংস্কৃতিক সমৃদ্ধ একটি জনপদ। এখানকার সাংস্কৃতিক চর্চায় আমি মুগ্ধ। কোভিড সময়ে শিল্পী শৈবাল দত্ত’র গান আমাকে অনুপ্রানিত করেছে। বিদায়লগ্নে আমি ফেনীর সকল শিল্পীকে সম্মাননা জানাচ্ছি। ফেনীকে কখনই ভুলা যাবে না।”

এর আগে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিশেক দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনীর সদ্য সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনাবৃন্দ, জেলা কালচারাল অফিসার এস এম কামরান হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর নেতৃবৃন্দ, ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ