সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে এক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ,এস, এম কামরুজ্জামান কামরুল। শনিবার(৩ অক্টোবর) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে শিক্ষার্থী রিক্তা রানী সূত্রধরের হাতে উক্ত শিক্ষা সহায়তা তুলে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, অসহায় পরিবারের মেয়ে রিক্তা রানী সূত্রধর স্থানীয় মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার অসহায় পিতা টিটু সূত্রধর মেয়ের পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছেন। বিষয়টি জানতে পেরে ঐ দিন রিক্তার জন্য শিক্ষা সহায়তা উপকরন নিয়ে হাজির হন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ,এস,এম কামরুজ্জামান কামরুল। পরে রিক্তা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার হাতে উক্ত শিক্ষা সহায়তা তুলে দেয়া হয়।
রিক্তা জানান, এখন আমি নিয়মিত স্কুলে যেতে পারবো। আমাকে সহায়তা প্রদান করায় বিএনপি পরিবার কে আন্তরিক ধন্যবাদ জানাই।
এ,এস,এম কামরুজ্জামান কামরুল জানান, সনাতনী হিন্দু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী রিক্তা সমস্যার কথা জেনে তার বাড়িতে হাজির হয়ে তাকে সহায়তা প্রদান করেছি। এটি শুধু সোনাগাজী নয়,ফেনীর প্রত্যন্ত জনপদের যে কোন স্থানে কেউ আর্থিক দূরাবস্থার কারনে পড়াশোনায় সমস্যা হলে আমরা বিএনপি পরিবার তার পাশে রয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোতাবেক। এটি চলমান থাকবে।