আজ ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডালিম হাজারীর ওয়াটার এইড মিডিয়া ফেলোশিপ অর্জন

প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক  সংস্থা ওয়াটারএইডের ফ্ল্যাগশিপ ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩ অর্জন করেছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম। রোববার(১৬ জুলাই) দুপুরে ঢাকার রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলেশিপের সনদ তুলে দেয়া হয়।

সোলায়মান হাজারী ডালিম ২০১৪ সাল থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবেশ, নগরজীবন, উপকূলীয় জনজীবন, কৃষি সহ অনুসন্ধানী সাংবাদিকতায় আগ্রহী এবং নিবেদিত একজন সংবাদ কর্মী। এর আগে তিনি প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং এক্সেস টু ইনোভেশন (এটুআই)- ২০২১ পুরস্কার এবং ‘ঢাকা আহ্ছানিয়া মিশন তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০২২’ অর্জন করেন।

 

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ