আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় ছিদ্দিক নুরুন্নেছা স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাগনভূঞা(ফেনী)সংবাদদাতা: ফেনীর দাগনভূঞা উপজেলাধীন সদর ইউনিয়নে অবস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ ড.ফেরদৌস আহমদ কোরেশী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছিদ্দিক নুরুন্নেছা মেমোরিয়াল জুনিয়র হাইস্কুলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে স্কুলের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাংবাদিক সুমন পাটোয়ারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ড.ফেরদৌস আহমদ কোরেশীর ছোট ভাই ইকবাল আহমদ ছিদ্দিকী, জাফর হানাফী ছিদ্দিকী,ভাতিজা ড.ওহি ছিদ্দিকী,দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন,দাগনভূঞা সরকারি আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুর রহিম, দাগনভূঞা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য, মোঃ ফারুক, যুবলীগ নেতা রাশেদ মহাজন,স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির, মহিলা মেম্বার রিনা হালিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল আহমদ ছিদ্দিকী এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন স্কুলটি অত্র এলাকার শিক্ষার উন্নয়নে আমার বড় ভাই ড. ফেরদৌস আহমদ কোরেশী ১৯৯৮ সালে স্থাপন করে গেছেন। এটি এলাকাবাসীর সম্পদ। নানা সমস্যায় স্কুলটি এখন বন্ধের পথে। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সকল প্রকার সহযোগিতা করবো। আশা করছি আপনারা সবাই স্কুলের উন্নয়নে পাশে থাকবেন।

উল্লেখ্য যে, নানা সমস্যায় জর্জরিত হয়ে স্কুলটি প্রায় ৫ বছর পর্যন্ত রয়েছে। বন্ধ এখন স্কুলটি পুনরায় চালুর জন্য ড.ফেরদৌস আহমদ কোরেশীর পরিবার এগিয়ে এসেছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ