আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ জাতীয় শোক দিবস

অনলাইন ডেক্স : আজ বাঙালির শোকের দিন। জনক হারানোর দিন। জাতির ইতিহাসে কলঙ্কের দিনও বটে। পঁচাত্তরের এই দিন (১৫ আগস্ট) ভোরে বিপথগামী কিছু বাঙালি সেনা সদস্যের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিভে যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জীবন প্রদীপ। দুষ্কৃতকারীরা জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেনি, রুদ্ধ করে তাঁর সোনার বাংলা গড়ার স্বপ্নকে। স্বাধীনতার স্থপতিকে হত্যার মতো পৈশাচিক ঘটনা বিশ্ব দরবারে বাঙালি জাতির মাথা হেট করে দিয়েছিল। অথচ বাংলাদেশের মানুষের মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে তখন ক্ষতবিক্ষত অবস্থা থেকে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ব্যস্ত ছিলেন। তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এ ঘটনা।

ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের ৪৮তম বার্ষিকী আজ মঙ্গলবার (১৫ আগস্ট)। গভীর ও বিনম্র শ্রদ্ধায় জাতি আজ তার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুসহ সেদিনের শহীদদের স্মরণ করছে। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস হিসেবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিনটি সরকারি ছুটির দিন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ