আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন ফেনীর মানববন্ধন

শহর প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকালে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে ফেনী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ ইয়াসিন সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদ, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজী, বাংলাদেশ বুলেটিন পত্রিকার ফেনী প্রতিনিধি সাদ্দাম হোসেন গনি।

এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাপ্তাহিক ফেনী সমাচারের সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, পাক্ষিক ছাগলনাইয়ার সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি ও দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়ন ফেনীর প্রচার সম্পাদক মোশাররফ হোছাইন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দাগভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন করিম রনি, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সাহিত্য সম্পাদক আবদুস সালাম ফরায়েজী, দৈনিক সোনালী কন্ঠের ফেনী প্রতিনিধি এএসএম হারুন, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন সম্প্রতি নিহত ৪ সাংবাদিক ও ২ শতাধিক আহত সাংবাদিকের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন সাংবাদিকরা।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ