 
            
                                                                    স্টাফ রিপোর্টার: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাজার সেবারহাট বাজার পরিচালনা কমিটির দ্রুত নির্বাচন দাবিতে শুক্রবার(৩১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাজারের ব্যবসায়ী নকিব নাসের ও নুর হোসেন হিমেলের
সঞ্চালনায় ও  আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মাসুদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন
সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আবু নাছের ভেন্ডার, সাঈদ প্লাজার সভাপতি ও দিদার ট্রাভেলসের মালিক দিদারুল আলম,ব্যবসায়ী নুর নবী,রফিক উল্লাহ,আবদুল আজিজ,সেবার হাট শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সেবার হাট মেডিকেল সেন্টারের মালিক  হাজী আবুল খায়ের,
এ সময় বক্তারা বলেন,১৫ বছর হয়ে গেছে সেবার হাটের মানুষ বাজার পরিচালনা কমিটির নির্বাচন দেখে নাই। বাজারটি এতদঅঞ্চলের ঐতিহ্যবাহী বাজার হওয়া সত্ত্বেও নানা অবস্থাপনার দরুন ব্যবসা বানিজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। বাজারটি নানা সমস্যায় জর্জরিত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দ্রুত ভোট দিয়ে বাজার কে গতিশীল করতে হবে। এ জন্য সকল ব্যবসায়ী মিলে ব্যবসার সুশৃঙ্খল পরিবেশ তৈরী করতে হবে। এ জন্য বাজার ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন কামনা করেন।