আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুয়া ভোটার তৈরী করে পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে ফারুকের জোর প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মহিপালে জুলাই গণহত্যা মামলার আসামি ওমর ফারুক পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে । জানা যায়, শেখ হাসিনার পতনের পর কিছুকাল আত্মগোপনে থেকে কতিপয় নেতাকে ম্যানেজ করে আবারো পৌর হকার্স মার্কেটে সক্রিয় হন ফারুক। এ মার্কেটে তার একটি ডিম দোকান রয়েছে। বর্তমানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন ফারুক।পলাতক এমপি নিজাম হাজারীর দোসরদের নিয়ে আবারো সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের সভাপতি হয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে তিনি। ব্যবসায়ীরা জানান, পৌর হকার্স মার্কেটে দোকান আছে ১১৯ টি। ফলে ভোটার হওয়ার কথা ১১৯ জনের। কিন্তু ফারুক তড়িঘড়ি করে অবৈধ ভ্রাম্যমাণ হকারসহ প্রায় ২৭০ জনের ভোটার তালিকা তৈরি করেছেন।নির্বাচনে বিজয়ী হতে ভাসমান হকারদের ভোটার বানানো হয়েছে। পলাতক মেয়র ও ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী নজরুল ইসলাম স্বপন মিয়াজী এবং কাউন্সিলর খোকন হাজারীর আস্থাভাজন ছিলেন ফারুক। দলীয় কর্মকান্ডেও তার সরব অবস্থান ছিল।বিগত সরকারের সময় হকার্স মার্কেটের চাঁদাবাজিতে ফারুকের একক নিয়ন্ত্রণ ছিল। আ’লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ফারুক এ বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।বর্তমানে ডিম দোকান ছাড়াও ৪/৫ টি দোকানের মালিক ফারুক। তার নিয়ন্ত্রণে রয়েছে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম ও শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমের অবৈধ দখলকৃত দোকানগুলো।তার চাঁদাবাজির সাম্রাজ্য টিকিয়ে রাখতে বিএনপি ও সেচ্ছাসেবকদলের কয়েকজন নেতাকে মোটা অংকের টাকা দিয়ে এবং মাসিক চাঁদার অংশ দেয়ার বিনিময়ে হাতে রেখেছেন ফারুক।  ওমর ফারুকের বিরুদ্ধে বিগত সরকারের সময় ছাত্র হত্যা মামলা দায়ের করেছেন জুলাই যোদ্ধা জামাল উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ফ্যাসিবাদের দোসর ওমর ফারুক বিগত সরকারের আমলে আওয়ামীলীগ ও নিজাম হাজারীর পক্ষে হকার্স মার্কেটে মিছিল, মিটিং করেছেন। এখনো তিনি বাজারে অবৈধ ভোটার লিস্ট তৈরি করে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ ফারুক আগের মতো বাজারের রাজত্ব ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতে তার লোকজনকে অবৈধভাবে ভোটার বানিয়ে সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন।ব্যবসায়ীরা অবিলম্বে ভুয়া ভোটার তালিকা বাতিল করে স্বচ্ছতা রেখে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।এসব বিষয়ে কথা বলতে ফারুককে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই। ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সাথে কথা বললে তিনি জানান,পৌর হকার্স মার্কেটের ভুয়া ভোটার তালিকা করে অবৈধ নির্বাচন করার চেষ্টা করছে একটি পক্ষ। পৌরসভার নিয়ন্ত্রিত এ মার্কেটে এমন বিতর্কিত নির্বাচন করতে দেওয়া হবেনা।তিনি আরো জানান, আমরা ফেনী ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি এবং একটা উপ-কমিটি করেছি। খুব শীঘ্রই স্বচ্ছভাবে একটা ভোটার তালিকা করে ফেনী পৌর হকার্স মার্কেটের নির্বাচন দেওয়া হবে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

jaxxwallet-liberty.com

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com