আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাক্তার সেজে কাজের বুয়ার অস্ত্রোপচার, প্রাণ গেল প্রসূতির

ডাক্তার সেজে কাজের বুয়ার অস্ত্রোপচার, প্রাণ গেল প্রসূতির

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে সৌদি প্রবাসী সোহরাবের স্ত্রী আখি আক্তারকে (১৯) ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নিহত গৃহবধূর চাচী শাশুড়ি রেহেনা বেগম।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে।মা মারা গেলেও নবাজাতকটি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রেহেনা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে আখি আক্তারের প্রসব বেদনা উঠলে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন এমবিবিএস ডাক্তার পরিচয় দানকারী সাহিদা আক্তারের বাড়িতে নিয়ে যায়।

নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দানকারী সাহিদা আক্তার প্রসূতি আখি আক্তারকে রাত্র ২টা ২০ মিনিটে অস্ত্রোপচার করেন।এ সময় ভুল অস্ত্রোপচারের কারণে রক্তক্ষরণ হতে থাকে।

পরে নবজাতকসহ সংকটাপন্ন অবস্থায় ওই গৃহবধূকে বুড়িচং আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান ভুল অস্ত্রোপচারের কারণে অতিরিক্ত রক্তক্ষণ হচ্ছে। এক পর্যায়ে প্রসূতিতে সংকটাপন্ন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টায় বুড়িচং আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডাক্তারা তাকে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে মৃত ঘোষণা করেন।
পরে জানা যায়, এমবিবিএস ডাক্তার পরিচয় দানকারী সাহিদা আক্তার আসলে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সহকারী বাবুর্চি।এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। এ প্রতারক আয়ার শাস্তি দাবি করছেন এলাকাবাসী।বৃহস্পতিবার দুপুরে নিহত গৃহবধূর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু বলেন, সাহিদা আক্তার হাসপাতালের সহকারী বাবুর্চি থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচং থানার ওসি ইসমাঈল হোসেন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ