আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসিল্যান্ডের গাড়ি দেখে দৌড়ে পালালেন বর!

ফেনীর সোনাগাজীতে এসিল্যান্ডের গাড়ি আসতে দেখেই পালিয়ে গেলেন বর মো. মঞ্জুর হোসেন (২৬)। আর বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী এক কিশোরী। মুচলেকা দিয়ে পার পেলেন কনের পিতা-মাতা।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার চরদরবেশ ইউনিয়নে।

পুলিশ, এলাকাবাসী ও এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চরদরবেশ ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের (২৬) বিয়ের কথা ছিল। যথাসময়ে বরও এসেছেন বিয়ে করতে। বিয়ের প্রস্তুতিও চলছে।
এর মাঝে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী। এসিল্যান্ডের গাড়ি দেখে বর ও তার সঙ্গে থাকা বরযাত্রীরা দৌড়ে পালিয়ে যান। এ সময় কনের পিতা-মাতার কাছ থেকে ১৮ বছরের পূর্বে কনেকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন এসিল্যান্ড।

এ সময় সোনাগাজী মডেল থানার এসআই সাঈদুর রহমান, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ