আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন আ.লীগ নেতা খুনে অভিযুক্ত চেয়ারম্যান

ফেনীর পরশুরামে আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি কারান্তরীণ মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেন তিনি। তখন শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এর আগে শপথ গ্রহণ করতে কারাবন্দি মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসক ৩ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।
এ ব্যাপারে ফেনী কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, শপথ গ্রহণ শেষে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও কারান্তরীণ থাকায় ইউপি চেয়ারম্যান ভুট্টো শপথ গ্রহণ করতে পারেনি। গত ২৮ নভেম্বর মির্জানগর ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচন হন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে শাহজালাল বেকারির সঙ্গে আবু বকর সিদ্দিক ফিস ফিড দোকানের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরীকে দোকানের পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম পরশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেন। ৫ জানুয়ারি র্যা ব মো. নুরুজ্জামান ভুট্টোকে গাজীপুর থেকে গ্রেফতার করে। এ মামলায় ভুট্টো এজাহার নামীয় আসামি।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ