আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসে চাকরি না পেয়ে পরশুরামের আরিফের আত্মহত্যা

পরশুরাম প্রতিনিধি: প্রবাসে গিয়ে চাকরি না পেয়ে পরশুরামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। নিহতের নাম মোঃ আরিফ হোসেন (৩০)। আত্নহত্যার সময় আরিফ তার স্ত্রীকে ভিডিও কলে সংযুক্ত রেখেছিলেন।

আরিফ হোসেন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সিরখীল গ্রামের পুলিশ সদস্য বেলাল হোসেনের ছেলে।

বুধবার রাতে ওমানের সালালা শহরের একটি বাসা থেকে সে দেশের পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তার মরদেহ সেখানকার সরকারি হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

ওমানে যাওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। প্রায় পাঁচ লাখ টাকা ঋন করে প্রবাসে এসেছিলেন আরিফ। সেখানে কোন কাজ না পেয়ে ও বাড়ী থেকে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দেওয়ায় হতাশায় ভুগছিল আরিফ।

প্রবাসে যাওয়ার আগে প্রেম করে বিয়ে করেছিলেন আরিফ। তাঁর এক বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ