আজ ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিচারণ আর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

​শনিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের উদ্যােগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট ব্যাংক অব কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার খুরশিদ আলম ও মাজহারুল ইসলাম বাদলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল ইউনিভার্সিটির প্রফেসর ড. আবুল হোসেন সিরাজ,প্রাক্তন কন্টোলর জেনারেল অব ডিফেন্স ইকবাল হোসেন,প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি আবু তাহের, বিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল প্রমুখ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ​পুরো বিদ্যালয় মাঠ সাজানো হয়েছিল রঙিন সাজে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হতে শুরু করেন। কয়েক দশকের ব্যবধান ভুলে সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এতে প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের স্কুলজীবনের মজার সব অভিজ্ঞতা শেয়ার।

​অনুষ্ঠানে সভাপতি ড. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে তার শিক্ষার্থীরা। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘকাল ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা কেবল আনন্দের উৎসব নয়, বরং বিদ্যালয়ের উন্নয়নে এবং বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে বড় ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমদ বলেন, বহু বছর পর উক্ত পূর্ণমিলনীতে এসে অত্যান্ত ভালো লাগছে। এক সময় সারা দেশে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর নাম জশ ছিলো কালের পরিক্রমায় তা ভঙ্গুর হতে চলছে। বিদ্যালয়টির মানধরে রেখে ভালো পড়াশোনার উপর গুরুত্বারোপ করেন তিনি।

​অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সদস্য নুরুল আমিন মামুন ভুইঁয়া সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পুনর্মিলনীকে ঘিরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব ঐক্যের মেলবন্ধন তৈরি হয়েছে।

এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মহিউদ্দিন, আবুল কাশেম,বিমলেন্দু দত্ত, আবু তাহের,জগদিশ চন্দ্র আশ্চার্য্য ও নজরুল ইসলাম কে সাবেক ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী আয়োজনের শেষে ছিল আকর্ষণীয় রাফেল ড্র এবং প্রীতিভোজ।পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম সাবেক শিক্ষার্থীর উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হলো। যাতে নবীন প্রবীণ সকল শিক্ষার্থীরা অংশ নেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ