স্টাফ রিপোর্টার: সোনাগাজী সমিতি ঢাকা’র অচলাবস্থা ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার(১৯ নভেম্বর) ঢাকার পুরানা পল্টন সংলগ্ন আকরাম টাওয়ারে অবস্থিত সোনাগাজী সমিতি ঢাকার স্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় উক্ত কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে সোনাগাজী সমিতি ঢাকা’র নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন সুমন। ১নং সদস্য নির্বাচিত হয়েছেন ড.মোহাম্মদ নিজাম উদ্দিন।
কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহানা আক্তার শানু, হাবিবুর রহমান হাবিব, শামছুল আলম রানা ও খালেদ মাহমুদ মাসুদ। এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম সেলিম, নেছার আহমদ, মমিনুল হক, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান ও মো. শাহজানুর রহমান। এছাড়াও সভায় ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্ব পালন করার জন্য মো. নুর করিম, শাহাদাত হোসেন হেলাল ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য নুরুল আলমকে মনোনীত করা হয়। সভায় নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনাক্রমে আগামী পনেরো দিনের মধ্যে সোনাগাজী সমিতি ঢাকা’র পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।