সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে আফতাব হোসেন মমিন ভুঞা (আমার সংবাদ) সভাপতি, নুরুল আলম (সাপ্তাহিক উত্তরণ) সহ সভাপতি ও ছালাহ উদ্দিন (দৈনিক খবরপত্র) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ’র পরিচালনায় ক্লাবের ১৭জন সদস্যের প্রত্যক্ষ ভোটে উক্ত প্যানেল নির্বাচিত হয়।
এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন, রাসেল চৌধুরী (ফেনীর সময়), কোষাধ্যক্ষ অ্যাড. হেদায়েত উল্যাহ ভুঞা (আজকের বসুন্ধরা), মহিউদ্দিন খোকন (লালসবুজের দেশ) দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ (ভোরের কাগজ), ওবায়দুল হক (দৈনিক ঢাকা), নান্টু লাল দাস (ডেইলী ইন্ডাস্ট্রি), মেহরাব হোসেন মেহেদী (সকালের সময়), গাজী হানিফ (দৈনিক অগ্রসর), জহিরুল হক সজীব (নবচেতনা), ডা. কামাল উদ্দিন (সা.জনপ্রিয়), এম নাছির উদ্দিন (আজকের সংবাদ), শহীদুল ইসলাম (সমসাময়িক) ও ডা. শুকলাল দেবনাথ (ফেনীর আলো)।
নির্বাচনে পর্যবেক্ষক ও পরিদর্শক ছিলেন, বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগ নেতা অ্যাড.নিজাম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক,সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নুরুল আলম মিস্টার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক জাহিদুল হক, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আরিফ ভুঞা, উপজেলা নজরুল একাডেমির সভাপতি নুরুল আমিন পলাশ, খেলাঘর সোনাগাজীর সাধারণ সম্পাদক মোতাহের হোসেন তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইমুন ভুঞা প্রমুখ।