আজ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে ফেনীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে সভাস্থল।

সারাদেশে গুমের শিকার হওয়ায় ব্যক্তিদ্বয়ের মা’দের নিয়ে সংগঠন ‘মায়ের ডাক’ ও অধিকার, ফেনী’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

অধিকার, ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী শেখ আশিকু্ন্নবী সজীব।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক এন এন জীবন, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়’র নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, বাংলাদেশ ইয়ুথ জানালিষ্ট ফোরাম ফেনী শাখার সভাপতি ও দৈনিক অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া, সাপ্তাহিক স্বদেশকন্ঠ পত্রিকার সম্পাদক ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান।

মতবিনিময় সভায় ফেনী প্রেস ক্লাব’র সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম’র জেলা প্রতিনিধি এ কে এম আবদুর রহিম, দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, সাংবাদিক ইউনিয়ন ফেনী’র দপ্তর সম্পাদক এম ডি মোশারফ, দৈনিক প্রভাত আলো’র সাহিত্য সম্পাদক ইসহাক চৌধুরী, অধিকার ডিফেন্ডার মো. আবদুস সালাম ফরায়জীসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন। কিন্তু আমার মত অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৯ বছরও মেলেনি বিচার। ৯ বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হসিদ পায়নি ছেলের।’ ছেলেকে ফেরত দেওয়াসহ রিপনের মত আর কোন ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।

অধিকার ও মায়ের ডাক অবিলম্বে নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগনইষ্ট টর্চার এর অপশনাল প্রোটকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ন বাস্তবায়নের দাবি জানাচ্ছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">