স্টাফ রিপোর্টার: ফেনীর ছাগলনাইয়া উপজেলায়
ফিউচার ড্রিম এডুকেশনাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় ২০২৪ এর পুরুস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় হীরা মানিক অডিটরিয়ামে শনিবার(০১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ইউসুফ মজুমদার, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ্ উদ্দিন মামুন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।