আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দাগনভুঞা(ফেনী)সংবাদদাতা: ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ অক্টোবর) সকালে দাগনভুঞা জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আইবিডব্লিওএফ দাগনভুঞা পৌর শাখার সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহমদ, আইবিডব্লিউএফ এর দাগনভুঞা উপজেলা সাধারণ সম্পাদক এমরান পাটোয়ারী,পৌর সেক্রেটারি মাঈন উদ্দিন
পৌর জয়েন্ট সেক্রেটারি নুর নবী দুলাল ও
বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেল।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময়ে এস আলম গ্রুপের লুটপাটের কারনে ইসলামী ব্যাংক তার ঐতিহ্য হারিয়েছে। দেশের মানুষের প্রাণের ব্যাংকটিকে নিয়ে এখনো এস আলম গ্রুপের চক্রান্ত অব্যাহত রয়েছে। তাদের অযোগ্য লোক নিয়োগ করে ব্যাংক থেকে কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামী দোসরদের ব্যাংকে নিয়োগ দিয়ে দলীয়করণ করেছে। ইসলামী ব্যাংক কে পূর্বের গৌরব জনক অবস্থায় ফিরিয়ে নিতে হলে দ্রুত এসব অযোগ্য অর্থব লোকদের অপসারণ করতে হবে। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আমরা ইসলামী ব্যাংক কে কে রক্ষা করবো। এ বিষয়ে সকল গ্রাহক ও ব্যবসায়ী কে স্বর্বোচ্ছ সর্তক থাকতে হবে।

এ ছাড়া উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যাংকের গ্রাহক ও দাগনভুঞা বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ