স্টাফ রিপোর্টার: ফেনীর ছাগলনাইয়ায় বন্যা আক্রান্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমদ।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সহস্রাধিক বন্যা দূর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। এ ছাড়া বন্যার পুরো সময় তিনি নিজ উপজেলা ছাগলনাইয়ায় উপস্থিত থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন ও নেতা কর্মীদের নানামুখি দিক নির্দেশনা প্রদান করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে বেলাল আহমদ বলেন, “ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনার আলোকে ছাগলনাইয়া উপজেলায় বন্যা দূর্গতদের জন্য সহযোগিতার জন্য কাজ করছি।বিএনপি সবসময় জনমানুষের দুঃখ-কষ্টের সাথী হয়ে পাশে ছিল, আছে এবং থাকবে।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে মানবিক দায়বদ্ধতা থেকে এই সহযোগিতা প্রদান করা হয়েছে।