আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচিত হলে দাগনভূঞাকে স্মার্ট উপজেলা হিসবে গড়ে তুলতে চান দিদার ও মহি উদ্দিন

দাগনভূঞা প্রতিনিধি: নির্বাচিত হলে ফেনীর দাগনভূঞা উপজেলা কে আধুনিক স্মার্ট উপজেলা করা,বেকারত্ব দূরীকরণ ও মানুষের সেবা নিশ্চিত করব। খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ মৌলিক ও মানবিক চাহিদাগুলো নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভূমিদস্যু, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে উদ্যোগ গ্রহণ ও পারস্পারিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবেন বলে জানিয়েছেন দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী দিদারুল কবীর রতন ও টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন হায়দার। এরা দুইজনই জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ভোটারদের সাথে আলাপে জানা যায়, এরা দুইজন ভোটের মাঠে এগিয়ে আছেন। রবিবার (২৬ মে) এ প্রতিনিধির সাথে একান্ত আলাপে ২৯ মে অনুষ্ঠিতব্য ভোট নিয়ে এসব কথা বলেন তারা।

এ সময় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। নারী শিক্ষা ও বেকারত্বকে অগ্রাধিকার দিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে। এলাকার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধার পরিবার ও প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখব।

এসময় তারা দাগনভূঞা উপজেলাবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, তাদের এই পরিকল্পনাকে এগিয়ে নিতে হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাদের কে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকল ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার অনুরোধ জানান তারা।

উল্লেখ্য যে,ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার রাবু নির্বাচিত হতে চলছেন। এখন ভোটের মাঠে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে লড়াই করছেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও বিগত তিন বারের চেয়ারম্যান দিদারুল কবীর রতন। তার সাথে চিংড়ি প্রতীক নিয়ে প্রার্থী রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন ভৌমিক। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়াই করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন হায়দার। তার সাথে প্রার্থী উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন ইউছুফ আলী।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ