দাগনভুঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের সোনাপুকুর সোবহান মুন্সী বাড়ী নিবাসী মরহুম ইউছুপ নবীর জানাজা শেষে তাকে পারিবারিক (গোলাপুকুর পাড়ে) কবর স্থানে দাফন করা হয়েছে।
তিনি ৫ জুন সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহহি ওয় ইন্নাইলাহি রাজিউন)।
একইদিন বাদ আছর গোলা পুকুর জামে মসজিদ প্রাঙ্গনে
ওনার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪পুত্র ১ কন্যা সন্তান ও অনেক গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।