আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনাগাজীর কুঠির হাটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর চর মজলিশ পুর ইউনিয়নের কুঠির হাট বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ২৯ মার্চ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এ হোসেনের সভাপতিত্বে ও বাজার বণিক সমিতির সদস্য মাষ্টার সামছুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ।

কুঠির হাট বাজারের নবগঠিত আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঠির হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী আইয়ুব আলী খন্দকার। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বাজার ব্যবস্থাপনা কমিটির ২১ জন সদস্য ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীরা বাজারে বাড়তি টোল আদায়ের প্রসঙ্গ টেনে বলেন, কাচা বাজার সহ বাজারের যে কোন স্থানে এলাকার লোকজন জিনিসপত্র বিক্রি করতে আসলে তাকে অতিরিক্ত টোল দিতে হচ্ছে। এতে লোকজন বাজার বিমুখ হচ্ছে। এ ছাড়া বাজারের বদনাম হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, সরকারি নিয়ম মোতাবেক ব্যবসা পরিচালনা করতে হবে। বাড়তি দামে পণ্য বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করলে সে ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Jaxx Wallet

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

jaxxwallet-liberty.com

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com