দাগনভূঞা(ফেনী) সংবাদদাতা: নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে এক সেমিনার (২৪ মে) শনিবার রাতে স্থানীয় স্টার রেডিসন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আতিক উল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ফেনী-৩ (দাগনভূঞা সোনাগাজী) আসনে মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফুদ্দিন শিপন ও দারুল উলুম ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শিব্বির আহমদ।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ফেনী জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রাজ্জাক। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা ছাইদুর রহমান,ইসলামি আন্দোলন দাগনভূঞার দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ, উত্তরের সভাপতি মামুনুর রশীদ। দক্ষিণের সহ-সভাপতি মুফতি সোহাইল কাসেমী,সেক্রেটারী নুরুল আমীন মিরাজ,উত্তরের সেক্রেটারী ইমাম উদ্দিন, রাজাপুর ইউনিয়ন সভাপতি আবদুর রশিদ জুয়েল,ইয়াকুব পুর ইউনিয়ন সভাপতি আবু তাহের,রামনগর ইউনিয়ন সভাপতি কাজী ইব্রাহিম,সিন্দুরপুর ইউনিয়ন সভাপতি শিব্বির আহমেদ।
সভায় বক্তারা বলেন, এ দেশে যুগ যুগ ধরে চলে আসা মুসলিম রীতিনীতি কে ধংব্বস করার জন্য নারী সংস্কার কমিশন নামের একটি কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। এটি বাস্তবায়ন করা হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। উক্ত কমিশনের রিপোর্টটিতে মারাত্বক ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননাসহ বিভিন্ন ধর্মীয় সাংঘর্ষিক বিষয় রয়েছে। নব্বই শতাংশ মুসলমানের দেশে তারা ইউরোপের নগ্ন সংস্কৃতি চালু করতে চায়। নারীর অধিকারের নামে নারীকে বাজারের পন্য হিসেবে তারা ছেড়ে দিতে চায়। ইসলামের সুমহান আর্দশ ও কুরআন সুন্নাহর বিধি নিষেধ জলাঞ্জলি দিয়ে কোন মুসলমান এ রিপোর্ট দিতে পারেনা। অবিলম্বে এ রিপোর্ট বাতিল ও এর সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।