আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তুমব্রু সীমান্ত থেকে ২২৮ ভরি স্বর্ণ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ২২৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করার কথা জানিয়েছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তুমব্রু পশ্চিমকুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ