দাগনভূঞা প্রতিনিধি দাগনভূঞা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ” রমজানের তাৎপর্য ও যাকাতের গুরুত্ব ” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল বৃহস্পতিবার(১৩ মার্চ) দাগনভূঞার একটি কনভেনশন হলে দাগনভূঞা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদ হক।
প্রভাষক মহি উদ্দিন ভূঞার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী,ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের প্রভাষক আব্দর রহিম, দাগনভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সেক্রেটারি মো: ওয়ালী উল্যাহ, সভাপতি প্রধান শিক্ষক আবু তালেব, প্রধান শিক্ষক শামসুল আরেফিন,দাগন ভূঞা আদর্শ শিক্ষক ফেড়ারেশনের সম্মানীয় সেক্রেটারী মো: মাসুদুর রহমান প্রমুখ।