প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০২৩ সালে নগরীর বায়েজিদ ও বন্দর থানায় শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃহত্তর চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন পিইউও মোহাম্মদ হাসানুল করিম।
তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এর বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
২০১৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে তিনি বিএনসিসি অফিসার হিসেবে পিইউসি-১২ কোর্সে প্রি-কমিশন লাভ করেন।
তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ওমরপুর গ্রামের সিলোনীয়া বাজার এলাকার হাফেজ বাড়ির মরহুম মাস্টার আব্দুল মতিনের পুত্র।
উল্লেখ্য, ২০১৮ সালেও তিনি বিভাগীয় পর্যায়ে ও ২০১৯ সালে চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।