এম.এ.আলম,চৌদ্দগ্রাম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাদেকা সারোয়ার রাইয়ান নামে ফেনী ক্যাডেট কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার মা মেজর শামীমা সুমি ও পিতা লে. কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ারসহ ৩ জন। তাদের বাড়ি কক্সবাজারের রামুতে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৪:৩০ মিনিটে
দিকে চৌদ্দগ্রামের বাতিসা কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্যজন হলেন- প্রাইভেটকারের চালক নেত্রকোনার আটপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উজ্জল খান (৩৬)।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান,ক্যাডেট কলেজের ছাত্রী সাদেকা সারোয়ার রাইয়ানকে বহনকারী ফেনী অভিমুখি লরি গাড়িটির চাকা পাংচার হয়ে মহাড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে এসে প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সকলেই আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাদেকা রাইয়ানকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে জানান তিনি।