আজ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দাগনভূঞার ভবানীপুরে বিএনপি নেতার বসত ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

দাগনভূঞা(ফেনী) সংবাদদাতা: ফেনীর দাগনভূঞা উপজেলাধীন রাজাপুর ইউনিয়নের ভবানীপুরের ছিদ্দিক সওদাগর বাড়ির বিএনপি নেতা শফি উল্লাহর বসত ঘরে হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র তছনছ ও নগদ পাঁচ লক্ষ টাকা এবং চার ভরি স্বর্ণ লুটের অভিযোগ করছেন বিএনপি নেতা শফি উল্লাহর পরিবারের সদস্যরা। এ ঘটনায় শফি উল্লাহর পুত্র বধু প্রিয়াঙ্কা আক্তার বাদী হয়ে একই বাড়ির সবুজ,আলমগীর, সজিব, রায়হানের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করে (১৫ মার্চ) শনিবার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার(১৫ মার্চ) সরেজমিনে ঘুরে জানা যায়,দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ভবানীপুর চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উল্লাহর বসত ঘরে শুক্রবার(১৫ মার্চ) গভীর রাতে একদল অস্ত্রধারী যুবক ডাকাতির উদ্দেশ্য ঘরে প্রবেশ করে মহিলাদের শ্লীলতাহানি করে।

গৃহবধূ প্রিয়াঙ্কা আক্তার জানান,পুলিশ পরিচয় দিয়ে আমাদের দরজা খুলতে বলে আমি দরজা খুলে দিলে তারা অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে ঘর তছনছ করে। এ ছাড়া ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা ও চার ভরি স্বার্নালঙ্কার নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান জানান, ইতিপূর্বে ও শফি উল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে যা পুলিশি তদন্তে বের হয়ে এসেছে। এখনো আমরা পুলিশ প্রশাসনকে বলবো ভবানী পুরে এ সকল অপর্কমের মুল হোতাকে আটক করেন।মানুষ কে শান্তি দিন। শফি উল্লাহ আমাদের দলের প্রবীণ নেতা তার পরিবারের উপর হামলা আমরা মেনে নিবো না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সবুজ জানান, আমরা একই বাড়ির বাসিন্দা। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি এর সাথে জড়িত নই।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ওসি লুৎফর রহমান জানান, আমি বিষয়টি জেনে ঐ এলাকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তামিম কে ঘটনা স্থলে প্রেরণ করেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ