স্টাফ রিপোর্টার: দীর্ঘ পনের বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন ইউকে জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মনির আহমদ। তিনি গত ২৩ মার্চ দেশে আসেন। দীর্ঘ সময় তিনি ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়ে ইউকে’তে অবস্থান করে দলকে সংগঠিত করেছিলেন। তারেক রহমানের আস্থাবাজন নেতা হিসেবে তিনি সমধিক পরিচিত। এসব সমীকরণ মাথায় নিয়ে তিনি ফ্যাসিবাদী সরকারের আমলে দেশে ফিরতে পারেন নাই। এমনকি তার মমতাময়ী মা জননী ইন্তেকাল করেছেন তা সত্বেও তিনি শেষ দেখাটি দেখতে পারেন নাই। অবশেষে তিনি ফ্যাসিবাদী সরকারের বিদায় হলে দেশের মাটিতে পা রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে মনির আহমদ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফেনীর জমিন কে জানান, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে দীর্ঘ ১৫ বছর পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা ও সম্মান পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ ও ঋণী। যাঁরা আমাকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয়, মেডেল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নিয়েছেন। আপনাদের এই ভালোবাসা আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
আপনাদের এই ভালোবাসার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব। দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি, যেন আমি আমার পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি। এই পবিত্র রমজান মাসে, যারা আমার জন্য অপেক্ষা করেছেন, কষ্ট স্বীকার করেছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে ফেনীর মহিপালে পৌঁছানোর পর নেতাকর্মীদের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা পেয়েছি, তা আমাকে অভিভূত করেছে। পরম করুণাময় আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাকে সুস্থ ও নিরাপদে দেশে ফেরার তৌফিক দান করেছেন এবং আপনাদের ভালোবাসা ও সম্মানে অভিষিক্ত করেছেন। আপনাদের সবার জন্য রইল অফুরন্ত শুভ কামনা ও ভালোবাসা। তবে মমতাময়ী মায়ের জানাযায় অংশ নিতে পারিনি এ দু:খ আমাকে চিরকাল বয়ে বেড়াবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য চিরকাল আছি ও থাকবো ইনশাআল্লাহ।
উল্ল্যেখ যে মনির আহমদ ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কৃতি সন্তান।