আজ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে শহীদ পরিবারের সাথে এনসিপির ঈদ উদযাপন

শহর প্রতিনিধি: ফেনীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সোমবার(৩১ মার্চ) বিগত গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত ও পরিবারগুলোর সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হোসাইন শাহাদাত, ফেনী জেলা এনসিপি’র সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, মোঃ সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজীজসহ এনসিপি’র নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ফেনীর মহিপালে ৪ আগস্টের শহীদ সাইদুল ইসলাম শাহী, ওয়াকিল আহমেদ শিহাব ও সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত এবং তাদের স্ব স্ব পরিবারের সাথে কুশল বিনিময় করেন। এই সময় শহীদদের মায়েরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং নতুন বাংলাদেশে তাদের সন্তান হত্যার বিচার চান।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব(দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশের এই ঈদে আজ সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ বাড়িতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছেন। জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই ঈদ আনন্দ। ফলে এমন একটি আনন্দঘন দিনে শহীদ পরিবারগুলোর সাথে ঈদ উদযাপন আমাদের নৈতিক দায়বদ্ধতা বটে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ