আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে দুই ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে অনুমোদন ব্যতিত এলপিজি গ্যাস বিক্রি ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দুই ফিলিং স্টেশনকে ২ লক্ষ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সুফিয়ারোড় এলাকার মেসার্স গুলিস্থান ফিলিং স্টেশন ও জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেসার্স ফেবো ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে মীরসরাই সদরে সুফিয়ারোড় এলাকায় অবস্থিত মেসার্স গুলিস্তান ফিলিং স্টেশনকে অনুমোদন ব্যতীত এলপিজি গ্যাস মজুদ ও বিক্রির দায়ে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেসার্স ফেবো ফিলিং স্টেশনের অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা সন্তোজনক নয় বলে জানান মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকেও প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ