আজ ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে যুবদল নেতা ইব্রাহিম খলিলের মৃত্যু : জানাজায় হাজারো মানুষের ঢল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের আলহাজ্ব তনু মিয়ার দ্বিতীয় পুত্র জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (৩৭) এর জানাযার নামাজে অগণিত মানুষ অংশগ্রহণ করে। বিগত বছরে খাগড়াছড়ি জেলায় কোন ব্যক্তির জানাযায় এত মানুষ উপস্থিত হয়নি।দলমত নির্বিশেষে অসংখ্য মানুষের ভালবাসায় সমাহিত হলেন তিনি।

বৃহস্পতিবার (৪মে) ভোরে চট্টগ্রাম স্পেশালাইজড ট্রিটমেন্ট এন্ড ট্রমা সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি মারা যান। আজ আড়াইটায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

গত ২৭এপ্রিল ফেনী জেলায় অবস্থানকালে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন খলিল। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে। ২৮এপ্রিল মধ্যরাত হতে ২৯ এপ্রিল ভোর রাত পর্যন্ত ৪ ঘন্টা ব্রেনে অপারেশন করে চিকিৎসকরা।

অপারেশনের পর থেকে এভারকেয়ারে আইসিওতে রাখা হয়। এরপর বুধবার আইসিও থেকে বের করে তাকে চট্টগ্রাম স্পেশালাইজড ট্রিটমেন্ট এন্ড ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সকল স্তরের মানুষ তার রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতারা বলেন, ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, পিতা-মাতা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com