প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদল এর ১৫১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। উক্ত কমিটিতে কাজী এয়াকুব নবী সুমন ২নং যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।
এর আগে কাজী এয়াকুব নবী সুমন তারেক জিয়া সাইবার ফোর্সের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছাগলনাইয়া পৌর যুবদল ৪ নং ওয়ার্ড এর সিনিয়র সহ-সভাপতি,ফেনী জেলা সাইবার ইউজার দল এর সহ-সভাপতি ছিলেন।প্রবাসের রাজনীতিতে তিনি পূর্বাঞ্চল দাম্মাম প্রাদেশিক বিএনপির প্রচার সম্পাদক এবং পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বর্তমানে সৌদি পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ- প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।