আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগম্ভীর্যে বৈশাখী পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি: ধর্মীয় ভাবগম্ভীর্যে খাগড়াছড়িতে বুদ্ধ(বৈশাখী)পূর্ণিমা পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪মে ২০২৩খ্রি.) সকালে জেলা সদরে দশবল বৌদ্ধ বিহার ও য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

দশবল বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। এসময় অনুষ্ঠানে দশবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান বিকাশ চাকমা, দশবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ অগ্রজ্যোতি মহাথের, উপাধ্যক্ষ শ্রীমৎ আর্য্যমিত্র থের, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অন্তরা খীসা, খাগড়াছড়ি পৌর কাউন্সিল অতীশ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে য়ংড বৌদ্ধ বিহারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় মং সাকেল প্রধান সাচিংপ্রু চৌধুরী, উদযাপন কমিটির আহ্বায়ক মংশি মারমা, উদযাপন কমিটির সদস্য সচিব সুইচিংমং মারমা অনেকে অংশ নেন। এছাড়াও পানছড়ির মির্জিবিল সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা নানা কর্মসূচী পালন করে বিহার পরিচালনা কমিটি।

মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক-দায়িকারা অংশ গ্রহন করে। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহনের পর বুদ্ধ পূজা, বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান ও ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়। এছাড়া সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জলন ও আকাশ বাতি (ফানুস) উত্তোলন করা হয়।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ