ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ২৮ মে রবিবার মধুগ্রাম সাকিনে মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিছনের দক্ষিণ-পূর্ব কোণায় জনৈক হোসেন আহাম্মদ মজুমদারের কবরস্থান ও পুকুরের দক্ষিণ পাশে শান্তিরহাট টু বিজিবি ক্যাম্পগামী পাকা রাস্তার উপর ছাগলনাইয়া থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ রমজান আলী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ প্রাপ্ত হইয়া তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করিয়া ১৪৪ বোতল ফেন্সিডিল, যার মূল্য ২,১৬,০০০/- টাকা এবং ০১টি ১১০ মডেলের প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-খ-১১-৯২৭৫, মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকাসহ ১. মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-ওবায়দুল হক, মাতা-নাজমা আক্তার ,স্থায়ী: গ্রাম- মোকামিয়া (পাটোয়ারী বাড়ি, রাধানগর ইউপি,) উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনী।
২. আবু বক্কর সিদ্দিক ড্রাইভার(২৭), পিতা-আব্দুর রহমান, মাতা-সাজেদা বেগম ,স্থায়ী:-: গ্রাম- উত্তর যশপুর (আব্দুর রহমান পাটোয়ারী বাড়ী, ৫নং ওয়ার্ড, ৫নং মহামায়া ইউপি) , উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনীকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ছাগলনাইয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলে ফেনীর জমিন কে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ।