আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাগনভুঞায় সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞা থানা পুলিশ ০২টি সিআর (সাজা), ১টি জিআর (সাজা), ০৪টি সিআর এবং ১টি জিআর পরোয়ানা ভূক্ত ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ২৫ জুন দাগনভুঞা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া এসজিআর-০৮/০৯(সাজা), দায়রা-২১৪১/১২ এর আসামী ১। মোঃ ইমাম হোসেন সুমন(২৫), পিতা-মোঃ ওলি উল্লাহ, সাং-জগতপুর (লেদু মিজি বাড়ী), থানা- দাগনভূঁঞা, জেলা –ফেনী কে বিজ্ঞ আদালত ০৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ছাড়া অপর আসামী সিআর-৬১০/১৬(সাজা), সিআর-৬১২/১৬(সাজা), এফসিআর-৬১২/১৬, ডিসিআর-৪৫/১৮, এফসিআর-২০৯/১৫, ডিসিআর-৪৪/১৮ আসামী পরেশ চন্দ্র নাথ পলাশ ভৌমিক, পিতা-মৃত হরিমোহান নাথ, মাতা-কাননবালা, সাং-রামানন্দপুর (গৌর হরি সরকার বাড়ী), থানা- দাগনভূঁইঞা, জেলা –ফেনী কে বিজ্ঞ আদালত ০৮ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১,৫০,০০০/- টাকা জরিমানা এবং ০৬ মাসের কারাদন্ড প্রদান অনাদায়ে ২,০০,০০০/- টাকা প্রদান করায় তাদের কে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদ্বয়কে ২৬ জুন সোমবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ