দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলী বাজারে শনিবার(১২ এপ্রিল) পুলিশের অবসরপ্রাপ্ত এক সদস্যের বিরুদ্ধে মানব বন্ধন করেছে স্থানীয়রা। এ সময় উক্ত মানববন্ধনে পুলিশ সদস্যের উপযুক্ত বিচার দাবী করা হয়।
মানববন্ধনে স্থানীয় আবদুর রহমান জানান, শাহ আলম নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের অদৃশ্য শক্তি বলে দাগনভূঁঞা থানাধীন আজিজ ফাজিলপুর ও সেকান্দরপুর সকিনের সর্বসাধারণের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
আমি দাগনভূঁঞা থানাধীন আজিজ ফাজিলপুর সাকিনস্থ আরলবি-২ নামক ব্রীক ফিল্ডের সত্ত্বাধিকারী। আমি দীর্ঘ ৪৫ বৎসর যাবৎ অত্যান্ত সুনামের সহিত আরলবি-২ নামক ইটের ব্রীকফিল্ড পরিচালনা করিয়া আসিতেছি। আমাদের উক্ত ব্রীকফিল্ডে বর্তমানে ৫০০ (পাঁচশত) লোক কর্মরত রহিয়াছে। কিন্তু বিগত কয়েক বৎসর যাবৎ সেকান্দারপুর সাকিনস্থ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম দুলাল (৬৫), পিতা-মৃত নুরুল হক, সাং-সেকান্দরপুর, ০৪নং * রামনগর ইউপি, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনী অন্যায় ভাবে প্রভাব খাটিয়ে আমাদের নিকট চাঁদা দাবি করিয়া আসিতেছিল। চাঁদা না দিলে সে তাহাদের বাড়ীর সামনে আমাদেরকে ব্রীকফিল্ডের ব্যবসা করিতে দিবে না/মর্মে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করিতে থাকে। যাহার প্রেক্ষিতে আমরা তাহাকে বিগত ২০/০২/২৪ইং তারিখে ২০,০০০/- (বিশ হাজার) ০১নং ক্যাটাগরির ইট, যাহার মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) সহ নগদ ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা চাঁদা বাবদ প্রদান করি। কিন্তু সে ইহাতেও ক্ষান্ত না হইয়া বিগত ৫-৬ মাস ধরিয়া আমাদের নিকট আরও ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা চাঁদাদাবি করিতে থাকে। আমরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সে আমাদের প্রতি চরম ভাবে ক্ষিপ্ত হইয়া পড়ে এবং আমাদের ব্রীকফিল্ড গুড়িয়ে দেওয়ার হুমকি-ধমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় সে অন্যায় ভাবে প্রভাব খাটিয়ে গত-০১/০১/২৫ইং তারিখ প্রথম বার, গত-২৩/০৩/২৫ইং তারিখ দ্বিতীয় বার এবং ০৯/০৪/২৫ইং তারিখ তৃতীয় বারের মতো মোট তিনবার আমাদের ব্রীকফিল্ড ভাংচুর করিয়া ধূলিসাৎ করিয়া দেন। যাহাতে আমাদের ব্রীকফিল্ডের অনুমান ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি) টাকার ক্ষতিসাধন হয় এবং আমাদের ব্রীকফিল্ডে কর্মরত শ্রমিকগণ বর্তমানে বেকার হইয়া পূর্বড়। মানবেতর জীবন অতিবাহিত করছে।
সে পুলিশে চাকুরী পাওয়ার পর হইতে অত্যান্ত বেপরোয়া হইয়া পড়ে। সে অন্যায় ভাবে প্রভাব খাটিয়ে আজিজ ফাজিলপুর ও সেকান্দরপুর বাসীর জনজীবন অতিষ্ঠ করিয়া ফেলে। সে অত্র দুই এলাকার বাসিন্দাদের মিথ্যা মামলার ভয় দেখাইয়া চাঁদাবাজী, ভূমি দখল, টাকা আত্মসাৎসহ বিভিন্ন ধরনের অন্যায় ও অবৈধ কর্মকান্ড করিয়া আসিতেছে। আজিজ ফাজিলপুর ও সেকান্দরপুর বাসী তাহার নিকট জিম্মি। ইতিপূর্বে সে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার ভয় দেখাইয়া তাহার আপন ভাইদের ১৮ শতাংশ এবং তাহার চাচাতো ভাইদের ০৭ শতাংশ ভূমি জবরদখল করিয়া নেয়। মিথ্যা মামলার ভয়ে কেউ তাহার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না।
এমতাবস্থায়, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম দুলাল এর অত্যাচার হইতে আমরা আজিজ ফাজিলপুর ও সেকান্দারপুর বাসী চিরতরে মুক্তি কামনা করি এবং তাহার যথাযথ শাস্তি কামনা করি।
এ বিষয়ে উক্ত পুলিশ সদস্যের বক্তব্যের জন্য বারবার কল করা হলেও ওনাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান জানান, আমরা বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।