দাগনভূঞা(ফেনী) সংবাদদাতা: দাগনভূঞার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাকছুদুর রহমান ভূঞা ফাউন্ডেশনের আয়োজনে ১২ জুলাই শুক্রবার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর দারুল মাকছুদ দাখিল মাদরাসা মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মাতুভূঞা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আফছার মিন্টু।
মাকছুদুর রহমান ভূঞা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোজাম্মেল হক হাছান সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ নেয়াজপুর দারুল মাকছুদ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আউয়ুব আলী, সহকারী শিক্ষক মনছুর আলী, নুরুল করিম সিফাত, মাকছুদুর রহমান ভূঞা ফাউন্ডেশনের উপদেষ্টা হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক আমির হোসেন রানা, সদস্য মাওলানা নুরুল করিম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, খাতা কলম বিতরণ ১ জন প্রতিবন্ধী ২ জন অসহায় ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়।