আজ ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্রগ্রামে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত

চট্রগ্রাম প্রতিনিধি: জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি)কর্তৃক আয়োজিত “নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য “ শীর্ষক সেমিনার চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে আজ অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনচ ট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।

জেরিয়াট্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে এবং চপলা এ পারভীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক এসএম নসরুল কদির, ভিসি , প্রিমিয়ার ইউনিভার্সিটি ও মুহাম্মদ বদরুল হাসান।

এতে আরো বক্তব্য প্রদান করেন অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ, চিটাগাং কলেজ, ডা: মনোজ কুমার বড়ুয়া , ডেন্টাল ইউনিট প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ , ডা: বেলায়েত হোসেন ঢালী , ইসি মেম্বার , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও ডা: এসএম সারোওয়ার আলম, ইসি মেম্বার , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

এতে স্পিকার হিসাবে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ডা: পন্চানন আচার্য, বিভাগীয় প্রধান, সাইক্রিয়াট্রি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডা: আরিফ মুর্শেদ খান, সহযোগী অধ্যাপক (ইএনটি এন্ড এইচএনএস) , কুমিল্লা মেডিকেল কলেজ,কনটেন্ট ক্রিয়েটর এন্ড এক্টিভিস্ট এবং ডা: মুহাম্মদ হাবিব হাসান, সহযোগী অধ্যাপক (মেডিসিন) চট্টগ্রাম মেডিকেল কলেজ । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন জিসিএফবির চট্টগ্রামের আহ্বায়ক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সদস্য সচিব মো: আব্দুর রহিম, শাহিনা জেসমিন , মাহমুদা চৌধুরী মিতা , নুর নাহার কুমকুম, শাহ ইসরাইল সবুজ, এখলাসুর রহমান শামীম, ইন্জি: মোস্তাফিজুর রহমান রাসেল , মোহাম্মদ শাহ পরান , ইন্জি: কাজী নুরুল ইসলাম রিপন , ডেইজি মাহবুবা , হাসিনা আফরোজ খুকু , আমাতুল হেরা , আমিনুল ইসলাম, মুক্তি চৌধুরী, শহিদুল্লাহ , এস কেএম মারুফ , আনিস খোকন সহ প্রমূখ । এতে চিটাগাং কলেজ , আগ্রাবাদে কমার্স কলেজ ও সান সাইন স্কুল এন্ড কলেজের ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

পরে প্রধান অতিথি ডা: শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে প্রবীণদের জন্য অনলাইন কাউন্সিলিং সেবা উদ্বোধন করেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com