আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শনিবার বিকালে জিসিএফবির কার্যালয়ে অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও এতিম হাফেজ এবং প্রবীণদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ডাঃ.কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম আয়োজন কমিটির আহবায়ক মুসা কাজেম স্বপন, সদস্য সচিব জাওয়াদ কামাল হোসেন , ইব্রাহীম খলিল, নুরের রহমান খান , অধ্যাপক আজিজুর রহমান মকসুদ , মিজানুর রহমান, আব্দুল হামিদ মানু , শাহিনা জেসমিন , ইশরাত জাহান, চপলা এ পারভিন পপি , রাবেয়া শামস স্বাতী, শাহিনুর সরকার, তুহিন আক্তার রুনা , আইনুল ইসলাম পলাশ , মোস্তাক আহম্মেদ, নূর এ আলম, নাসির চৌধুরী, ডাঃ মনিরুজ্জামান,শিরিনা পারভীন মিনা ,পাভেল আহম্মেদ,সাবিনা ইয়াসমিন চায়না , সাইফুজ্জামান সুমন , অধ্যাপক ডাঃ ফরহাদ মন্জুর ,ডা: রিফাত জিয়া , ইউসুফ আলী , তালহা মোহাম্মদ শামীম, মেজর (অব:) রাতুল , সাখায়াৎ হোসেন বিশ্বাস , এড. শেখ আফরোজা আউয়াল , এড. শিমুল পারভীন, জাকির হোসেন, ওয়ালিদ জাকির , শম্পা ফারহানা, লাবণ্য সীমা , গুলশান আরা নীলা ,জাহিদ হোসেন, ফরিদা খানম , ইমু গাজী, আসাদ ভূঁইয়া, এরশাদ হোসেন সোহাগ , মুজিব ভূঁইয়া, নজরুল ইসলাম দিদার ,এড. ইউসুফ আলী, টিপু সুলতান, কুতুব উদ্দিন ঝিলানি , শাহাদাত হোসেন লিটন সহ প্রমুখ ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ