আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসির মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: ফেনী পৌরসভাধীন রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভা ২০ মে শনিবার কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ,কে,এম মজিবুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও গভর্নিং বডির সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য(মহাপরিচালক,মাউশি প্রতিনিধি) জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মামুনুর রশীদ মিলন, বিদ্যোৎসাহী সদস্য( জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন, বিদ্যোৎসাহী সদস্য(কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিনিধি) সাবেক ব্যাংকার এবিএম আবদুল করিম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক, দাতা সদস্য রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো: ইউছুফ, লুৎফুল করিম ও রাশেদা খানম প্রমুখ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ