আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে ‘এ.ই.আই সয়েল স্পেক্ট্রামে’র যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি: ফেনীসহ বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সর্বপ্রথম নিজস্ব ল্যাবে সঠিক সয়েল টেস্টের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করেছে ‘এ. ই.আই সয়েল স্পেক্ট্রাম’।

সোমবার (১৬জুন) বিকালে ফেনী শহরের পোস্ট অফিস রোডের ফেনী সেন্টার এর ৪র্থ তলায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ফিতা কেটে উদ্বোধন করেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আদর এর পরিচালনায় এতে অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল হক শামীম, সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম, ইয়াসির আরাফাত রুবেল, দুলাল তালুকদার প্রমূখ।

আলাউদ্দিন আদর বলেন, অনুমতি সাপেক্ষে ল্যাবে উপস্থিত হয়ে স্যাম্পল অ্যানালাইসিস দেখার সুযোগ রয়েছে। বুয়েটের পোস্ট গ্রাজুয়েট জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের মাধ্যম রিপোর্ট প্রস্তুত করা হবে। অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান ও চিফ ল্যাব ইনচার্জের তত্ত্বাবধানে পরীক্ষা নিরিক্ষা করা হবে। ফিল্ডে বোরিং স্যাম্পল সংগ্রহের সময় একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবে। ঢাকা ও চট্টগ্রাম থেকে কম খরচে ও কম সময়ে সঠিক সঠিক রিপোর্ট পাওয়ার নিশ্চয়তা প্রদান করা হবে। দুই যুগের অভিজ্ঞ ও দক্ষ টেকনিক্যাল সাপোর্ট টিম ম্যানেজার থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ